প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৪:৩৯ পি.এম
কিন্ডারগার্টেন কে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মানববন্ধন

হবিগঞ্জে ৫ম শ্রেনীর বৃত্তি পরিক্ষায় কিন্ডারগার্টেন কে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
উক্ত মানববন্ধনে অংশগ্রহন করেন হবিগঞ্জ জেলার সকল কিন্ডারগার্টেন এর শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালকবৃন্দ।
শিক্ষার্থীরা বলেন,
সরকারি স্কুলের শিক্ষার্থীরা যেমন এদেশের নাগরিক, তেমনি ভাবে আমরা ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা ও এদেশের নাগরিক। তাহলে তারা বৃত্তি পরিক্ষায় সুযোগ পাবে আমরা পাবো না এ কেমন বৈষম্য? আমাদের প্রতি বৈষম্য মানব না মানব না।
আমাদের অধিকার ফিরিয়ে দেন ফিরিয়ে দেন।
শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা বলেন,আমরা কি বাংলাদেশের শিশু নই? তাহলে কেনো আমাদের অধিকার চিনিয়ে নেওয়া হলো? কেনো আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হবে?
আমাদের দাবি আমাদের কে পুনরায় ৫ম শ্রেনীর বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হউক।
শিক্ষকরা জানান,
আমাদের কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা ও অনেক মেধাবী।
তারা ও কোনোদিক দিয়ে কম নয়, তাহলে কেনো তাদের বঞ্চিত করা হবে।
আমাদের দাবি আমাদের এই মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক।
কিন্ডারগার্টেন এর সকল মালিক ও কমিটি বৃন্দরা বক্তব্যে বলেন,
এই বাংলায় বৈষম্যের কোনে ঠাই নাই।
বৈষম্যের জন্য লড়াই করা হলো তাহলে এখনো কেনো এতো বৈষম্য?
জুলাই গনঅভ্যুত্থানে সবচেয়ে বেশি ভুমিকা ছিলো কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অথচ তারাই হচ্ছেন এখন বঞ্চিত তারাই হচ্ছে এখন বৈষম্যের স্বীকার।
তারা আরও জানান, কিন্ডারগার্টেন কে ৫ম শ্রেণির বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে,এবং পরবর্তীতে তারা আরও বৃহত্তর কর্মসূচির করবেন বলে প্রকাশ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com