খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে অবৈধভাবে শিকার করা হরিণের ৩২ কেজি মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড ও বন বিভাগের বজবজা স্টেশনের বনরক্ষীরা।
বুধবার উপজেলার পাতাখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি, বস্তাভর্তি মাংস ফেলে পালিয়ে যায় চোরা শিকারিরা।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস লোকালয়ে আনা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে—এমন সংবাদ জানতে পেরে কয়রা স্টেশন থেকে কোস্ট গার্ডের একটি দল কয়রা থানাধীন পাতাখালী এলাকায় অভিযান পরিচালনা করে বস্তাভর্তি ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করে ।
কোস্ট গার্ডের উপস্থিতি জানতে পেরে চোরা শিকারিরা পালিয়ে যায়। এ বস্তার ভেতর থেকে ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। কারা এই শিকারি ও শিকারি চক্রের সাথে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। বন্য প্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে সুরক্ষিত রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com