প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১১:৫৫ পি.এম
বগুড়ায় গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের নির্বাচনে অনিয়মের অভিযোগে, বাতিলের দাবি

বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ (রেজিঃ নং-রাজ-৮৫২) এর ২০২৫ সালের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম ও বেআইনী কার্যকলাপের অভিযোগ উঠেছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পুণরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
অভিযোগকারীরা হলেন সভাপতি পদপ্রার্থী মোঃ রুবেল প্রাং (সদস্য নং-১৫৮৫০, ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ শাহীন মন্ডল পেস্তা সদস্য নং-১২৬৮৬,সাক্ষরিত বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তর বরাবরে তারা অভিযোগ করেছেন, গত ২৫ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচনটি শ্রম আইন ২০০৬-এর ধারা ৩১৭(ঘ) লঙ্ঘন করে পরিচালিত হয়েছে। যেখানে শ্রম দপ্তরের প্রতিনিধিদের উপস্থিত থাকা আবশ্যক হলেও নির্বাচন পরিচালনা কমিটি তা উপেক্ষা করেছে।তারা আরও জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে একই পদের জন্য ভিন্ন ভিন্ন ফলাফল দিয়ে বিভ্রান্ত করা হয়েছে এবং প্রায় ৫৬ হাজার সদস্যের সংগঠনে মাত্র সাত হাজারের কিছু বেশি ভোট গ্রহণ করা হয়েছে। তারা অভিযোগের স্বপক্ষে কাগজপত্রও সংযুক্ত করেছেন।
এ বিষয়ে তারা রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, আঞ্চলিক শ্রম দপ্তর, চকসুত্রাপুর, বগুড়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এবং নির্বাচন বাতিল করে পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন।অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক এবং দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে এখনো নির্বাচন পরিচালনা কমিটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com