প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৫:৩৩ এ.এম
শেখ হাসিনাকে দশ বার ফাঁসিতে ঝুলালেও ক্ষমা হবে না
শেখ হাসিনাকে দশ বার ফাঁসিতে ঝুলালেও ক্ষমা হবে না- আশুলিয়ায় এনসিপির পদযাত্রা সভায় নাহিদ ইসলাম ।
জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট দোসরেরা নির্মমভাবে আমাদের ভাইদের উপরে নিপীড়ন চালিয়ে ছিল। সেই শেখ হাসিনাকে দশ বার ফাসিতে ঝুলালেও তার অপরাধ কমবে না, তার ক্ষমা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বুধবার রাতে আশুলিয়ার বাইপাইলে দেশব্যাপী পদযাত্রার শেষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন সারাদেশব্যাপী পদযাত্রায় তাদের উপর নানা ষড়যন্ত্র হয়েছে। জনস্রোত দেখে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, হয়েছে হামলাও। তবু আমাদেরকে থামাতে পারনি। আমাদের থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে ইশতেহার ঘোষণার মাধ্যমে এর উদ্দেশ্যর সমাপ্তি ঘটবে বলেও জানান। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিচারণ করেন ও শহীদ পরিবারদের বিভিন্ন অবস্থা তুলে ধরেন।
এ সময় নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, ডাঃ তাসনীম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় এনসিপির নেতৃবৃন্দ।
এর আগে নরসিংদী পদযাত্রা শেষ করে রাত সাড়ে নয়টায় আশুলিয়ার বাইপাইলে আসেন এনসিপি নেতৃবৃন্দ। তবে অসুস্থ থাকায় তাদের সাথে আসতে পারেনি হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তাদের দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন নেতৃবৃন্দ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com