প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৫:৪৮ এ.এম
পিরোজপুরে যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চাল পাচারকালে একটি ট্রাক জব্দ, আটক দুই

পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজ থেকে যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চাল পাচারকালে একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাক চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় পিরোজপুর সদর থানায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার ওসি মো. রবিউল ইসলাম।
আটককৃতরা হলেন- খুলনা জেলার ইব্রাহিম শেখের ছেলে ট্রাক চালক মিজান শেখ (৪২) ও বাগেরহটে জেলার মোড়েলগঞ্জ উপজেলার মহিষপুরা এলাকার ইশারাত হাওলাদারের ছেলে ট্রাকের হেলপার রমজান হাওলাদার (১৮)।
জানা গেছে- পিরোজপুর পৌরসভা এলাকার মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন সাহার গোডাউন থেকে এ চাল খুলনায় পাঠানো হয়েছিলো।
পুলিশ জানায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সরকারি টিয়ার, কাবিখা, জিয়ার প্রকল্পের চাল মজুদ করে অবৈধভাবে খুলনায় পাচারকালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ একটি ট্রাক জব্দ করে। এসময় ট্রাকের চালক ও হেল্পারকে আটক করা হয়। এরমধ্যে নূরজাহান ব্রান্ডের ২৫ কেজির ১৮২ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং সরকারি খাদ্য গুদামের ১০৯ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা মোট ৭ লাখ টাকার চাল জব্দ করা হয়। চালের উৎস ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পিরোজপুর সদর থানায় একটা নিয়মিত জিআর মামলা রুজু হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে খুলনায় পাচারকালে সরকারি ১০ মেট্রিক টন চালসহ ট্রাক দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com