প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৫:৫৯ এ.এম
অতিরিক্ত ভাড়া আদায় করায় ফেরিঘাটের ইজারা বাতিল

পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে যাত্রী ও যানবাহন পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ইজারাদারের ইজারা বাতিল করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। ঘাটটি ইজারা নিয়েছিলেন জেলা শহরের মেসার্স দাস অ্যান্ড ব্রাদার্সের মালিক শিবু লাল দাস।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাস ও মিনিবাসের জন্য সরকার নির্ধারিত ভাড়া যথাক্রমে ৪৫ ও ২৫ টাকা হলেও ইজারাদার আদায় করতেন ৩০০ ও ২০০ টাকা। ভারী ট্রাকের ক্ষেত্রে ১০০ টাকার স্থলে আদায় করা হতো ৫০০ টাকা। প্রাইভেট কার ও মাইক্রোবাসের জন্য নেওয়া হতো ৮০ থেকে ১০০ টাকা, যেখানে নেওয়ার কথা যথাক্রমে ১৫ ও ২৫ টাকা। অটোরিকশার জন্য ১০ টাকার বদলে নেওয়া হতো ৪০-৫০ টাকা। দুই চাকার যানবাহনের জন্য নির্ধারিত ভাড়া ৫ টাকা হলেও আদায় করা হতো ১০ থেকে ১৫ টাকা।এ নিয়ে সওজে প্রথমে মৌখিক অভিযোগ করেন এনসিপি যুব ফোরামের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন ইজারাদারকে তিন দফা নোটিশ দেন। কিন্তু নির্ধারিত সময়েও এগুলোর কোনো জবাব না পাওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সওজের প্রধান প্রকৌশলীও একটি আলাদা তদন্ত কমিটি পাঠান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয় সওজ।
এনসিপি যুব ফোরামের নেতা জাকির বলেন, ‘বছরের পর বছর ধরে এই অবিচার সহ্য করে আসছিল সাধারণ মানুষ। আমরা শুরুতে মৌখিক অভিযোগ করলেও পরে লিখিতভাবে অভিযোগ করি। তদন্তে সব সত্য প্রমাণিত হয়।’
সওজ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভাড়া বেশি আদায়ের অভিযোগ ছিল, যা তদন্তে সত্য প্রমাণিত হয়। ২৪ জুলাই ইজারাদারের কাছ থেকে ফেরিঘাটের প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নেওয়া হয়।
পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন বলেন, তদন্ত কমিটি গঠনের পর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ফলে ইজারাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইজারাদার শিবু "দৈনিক প্রতিচ্ছবি\'কে" বলেন, ‘আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। ৬ কোটি টাকা দিয়ে ইজারা নিয়েছি এবং সব নিয়ম মেনে ফেরিঘাট পরিচালনা করেছি। আমি হাইকোর্টে রিট করেছি। আশা করি, ফেরিঘাট পরিচালনার অধিকার ফিরে পাব।’
শিবু এ প্রতিবেদক\'কে আরও জানান, আগের ইজারাদারও একই হারে ভাড়া নিতেন, তিনি শুধু তা অনুসরণ করেছেন। তাঁর মতে, সরকার ভুল ভাড়া নির্ধারণ করেছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com