প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৬:০২ এ.এম
তিতাসে বিশেষ অভিযানে শীর্ষ মাদক সম্রাট আসলাম গ্রেফতার

তিতাস থানা পুলিশের বিশেষ টিমের পরিচালিত সফল অভিযানে শীর্ষ মাদক সম্রাট হিসেবে পরিচিত গোপালপুরের আসলামকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ জুলাই ২০২৫) রাতে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বাণিজ্যের অন্যতম হোতা হিসেবে পরিচিত। সে বৈষম্য বিরোধী আইনে দায়ের করা একটি মামলারও পলাতক আসামি ছিল। তার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় মাদক, অস্ত্র এবং অন্যান্য অপরাধে মোট ১০টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আসলামের গ্রেফতার তিতাসবাসীর জন্য একটি বড় অর্জন। এলাকায় মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।”
এদিকে স্থানীয় জনগণ পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com