প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৬:৩২ এ.এম
থাকে আমেরিকায় বেতন নেয় কুড়িগ্রামে

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ফকিরকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোছা.মর্জিনা বেগম নামের এক সহঃ শিক্ষক দীর্ঘদিন থেকে সন্তানদের সাথে আমেরিকায় থাকেন। এদিকে প্রতিমাসে বেতন তোলেন কুড়িগ্রামে। নিজ এলাকায় রাজনৈতিক ক্ষমতা এবং একই সাথে শিক্ষা অফিসের দূর্নীতিবাজ সংশ্লিষ্ট কতৃপক্ষের যোগসাজশে এধরণের অপকর্ম করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা জায়, ওই শিক্ষিক দীঘদিন বিনা অনুমতিতে আমেরিকান প্রবাসী স্বামী রানু মিয়া ও নিজ ছেলে- মেয়ে এবং ছেলের বউয়ের সাথে অবস্থান করে আসছেন। এও জানা যায় শিক্ষক মর্জিনা স্ব- পরিবারে আমেরিকান নাগরিকত্বও অর্জন করেছেন। আমেরিকায় থেকে কীভাবে তিনি বেতন ভাতা উত্তোলন করছেন বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে নাজেহাল অবস্থা সেটা নিয়ে জেলার সর্বত্রই ক্ষোভযুক্ত আলোচনার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে নির্ভর যোগ্য সূত্র জানিয়েছে,
বিদ্যালয়ের হাজিরা খাতায় ওই শিক্ষকের
গত ২জুন ২০২৫ইং তারিখ পর্যন্ত স্বাক্ষর রয়েছে। ৩জুন তারিখ থেকে অদ্যাবধি হাজিরা খাতায় তার নামের স্থান ফাঁকা রয়েছে। ২০২৪ সালের ২২মার্চ থেকে ১জুন পর্যন্ত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলেও সূত্র জানায়। সংশ্লিষ্ট সূত্র এও জানায় ওই সহকারী শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ৩মাসের ছুটি চেয়েছিলেন। প্রধান শিক্ষক তিন মাসের ছুটির বিষয়টি তার এক্তিয়ারর্ভূত না হওয়ায় ছুটি দেননি। পরবর্তীতে ওই শিক্ষি রংপুর বিভাগীয় উপ-পরিচালকের নিকট হতে ২৪জুন থেকে ১৮জুলাই ২০২৫ পর্যন্ত মোট ২৫দিনের ছুটি অনুমোদন নিয়েছেন, যার কাগজ গত ২৫জুলাই তারিখে বিদ্যালয়ে পৌঁছায়।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, মর্জিনা বেগমের ছুটির বিষয়ে আমি কিছু জানি না, সব উপরওয়ালা জানেন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৫দিন ছুটি অনুমোদনের একটি পত্র পেয়েছি।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহেদুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(চ.দা.)মো.কামরুজ্জামান জানান, শিক্ষক মর্জিনা বেগম ২৪/৬/২০২৫হতে ১৮/৭/২০২৫ পর্যন্ত ২৫দিন ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে ওনার অসুস্থ্য স্বামীকে দেখতে গেছেন। পরবর্তী সময়ের জন্য ছুটি বৃদ্ধি করতে না পারলে চাকুরী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com