প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৫:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৬:৫৩ এ.এম
মাগুরার শ্রীপুরের সেই আলোচিত আছিয়ার পরিবারের দায়িত্ব নিলেন জামায়াতে ইসলামী
মাগুরার শ্রীপুরের সেই আলোচিত আছিয়ার পরিবারের দায়িত্ব নিলেন জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে র্নিযাতিত নিহতের পরিবারকে স্বাবলম্বী করতে দেওয়া হলো গরু ও ঘর....
মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সেই আলোচিত নির্মম, নির্যাতনের শিকারে নিহত আছিয়ার পরিবারের দায়িত্ব নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। ধর্ষন ও নির্মম নির্যাতনে নিহত আছিয়ার পরিবারকে দলের পক্ষ থেকে দেওয়া হলো দুইটি বাছুরসহ দুইটি দু'ধালো গাভী ও টিনশেড একটি গোয়ালঘর। কেন্দ্রীয় জামায়াতে আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে তার বিশেষ প্রতিনিধি কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী পরিষদে সদস্য, কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন বুধবার (৩০ জুলাই) পড়ন্ত বিকেলে গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নিভৃত পল্লী জারিয়া গ্রামের নিহত আছিয়ার জীর্ণ কুঠিরে উপস্থিত হয়ে তার পরিবারের নিকট এ সহযোগিতা হস্তান্তর করেন। এসময় অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের, সাবেক আমির কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ আরোও অনেকে। শিশু ধর্ষন ও হত্যার মতো নৃশংস ঘটনার সংবাদ শুনে নির্যাতিত পরিবারকে শান্তনা দিতে এবং একটু সহযোগিতার হাত বাড়াতে ঢাকা থেকে ওই পরিবারের পাশে ছুটে আসেন কেন্দ্রীয় জামায়াতের আমির ড. শফিকুর রহমান। তিনি তখন পরিবারের দুঃখ, দূর্দশা দেখে পরিবারকে স্বাবলম্বী করতে আশ্বাস দিয়েছিলেন। কেন্দ্রীয় নেতার দেওয়া সেই প্রতিশ্রুতি আজ বাস্তবে রুপান্তরিত হলো।
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা নিজনান্দুয়ালী বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশু আছিয়া তার বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় সারাদেশে ব্যাপক বিক্ষোভ মিছিল সমাবেশে ধর্ষকের ফাঁসি দাবি উঠে। গত ১৭ ই মে ধর্ষক হিটু শেখের ফাঁসির রায় ঘোষণা হয়।
অসহয়ায় পরিবারটির পাশে দাঁড়াতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান, কেন্দ্রীয় নেতা মোবারক হুসাইনসহ জেলা ও উপজেলা জামায়াতের ইসলামীর নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ এসময় তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, আছিয়ার পিতা একজন মানসিক রুগী। পরিবারে উপার্জনক্ষম মানুষ নেই। এ অবস্থায় পরিবারটির আর্থিক সংস্থানের লক্ষ্যে আপাতত দুটি বাছুরসহ দুটি গাভী ও গোয়ালঘর দেয়া হলো। তবে, ভবিষ্যতেও এধরণের সহযোগিতা চলমান থাকবে।
এবিষয়ের নিহত শিশু আছিয়ার মা আয়েশা খাতুন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ড.শফিকুর রহমানের দেওয়া এ সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বিপদের সময় অনেকেই আমার পাশে এসে কমবেশী সহযোগিতা করেছেন আবার অনেকেই সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। তবে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমার পরিবারের জন্য যতটুকু করেছেন তা জীবনেও ভুলার নয়। ভবিষ্যতেও জামায়াতে ইসলামীকে এ ভাবেই পাশে পেতে চাই।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com