৩০ জুলাই রোজ বুধবার ফরিদপুর সদরপুরের আকোটের চর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবনে ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ৭০০ থেকে ৮০০ নারী-পুরুষ সেবা নিতে আসে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এ কার্যক্রম। আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ এর সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করেন “আকোটের চর ইউনিয়ন এলাকাবাসী।
এখান থেকে বাছাইকৃত রুগীদের মধ্যে ৪০০ ছানি অপারেশন করা হবে ফরিদপুর পশ্চিম খাবাসপুর ‘আনোয়ারা হামিদা আই হসপিটাল’ এ। আগস্ট মাসের ১০ তারিখ থেকে অপারেশন শুরু হবে, আট ধাপের মাধ্যমে ৪০০ রোগীর অপারেশন শেষ করা হবে , যা সম্পূর্ণ ফ্রি’তে করা হবে।
আর্কিটেক মুজাহিদ বেগ বলেন যাদের চোখে ছানি পড়েছে তাদের সবাইকে আমরা ফ্রি’তে ছানি অপারেশন ব্যবস্থা করব ও অপারেশনের রোগী ছাড়াও যাদের শুধু চশমা লাগবে তাদের চশমা দিব এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করব।
সেবা নিতে আসা অনেকে বলেন চোখে ছানি পড়ার কারণে ও টাকার অভাবে আমরা চোখ থাকতেও অন্ধ, উপকার ভোগী গরীব অসহায় ব্যক্তিরা আরো বলেন এই সেবা পেয়ে খুবই খুশি, সৃষ্টিকর্তার রহমতে ও আয়োজকদের সহযোগিতায় হয়তো এখন চোখের দৃষ্টি ফিরে পাবো।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com