প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৬:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৯:০৪ এ.এম
আনন্দমোহন কলেজের নতুন ভবনের লিফট ছিঁড়ে পড়ে আহত শিক্ষার্থী
উদ্বোধনের মাত্র কয়েকদিনের মধ্যেই ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমোহন কলেজের নতুন ১০ তলা ভবনে ঘটে গেল একটি মারাত্মক দুর্ঘটনা। আজ দুপুর ১ ঘটিকায় (৩১ জুলাই) ভবনের লিফট ছিঁড়ে নিচে পড়ে গেলে এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে লিফটে অতিরিক্ত সংখ্যক ছাত্র-ছাত্রী ওঠায় হঠাৎ করেই লিফটটি ত্রুটি দেখা দেয় এবং ছিঁড়ে নিচে পড়ে যায়। লিফটে থাকা শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে দ্রুত উদ্ধার কার্যক্রম চালায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।
স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে, উদ্বোধনের এত অল্প সময়ের মধ্যেই নতুন ভবনের লিফটে কীভাবে এমন ভয়াবহ ত্রুটি দেখা দিল। এতে নির্মাণ ও কারিগরি মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কেউ কেউ বলছেন, ‘আল্লাহর রহমতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি, তবে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে?’
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে ভেতরের সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং লিফট ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব নির্ধারণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারা নিরাপদ ক্যাম্পাস ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com