ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধারকৃত ১১৯টি হারানো মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮৬,৭৯০ টাকা প্রকৃত মালিকদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম, মালামাল ও অর্থ হস্তান্তর করেন।
সাইবার সেল সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পেট্রোলিংয়ের পাশাপাশি ক্লু-লেস মার্ডার, বিকাশ প্রতারণা, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার ও নিখোঁজ ভিকটিম শনাক্তে কাজ করছে। এর ধারাবাহিকতায় ২৬ জন সাইবার বুলিং ভুক্তভোগীকে সহায়তা এবং নিখোঁজ ১২ জনকে উদ্ধার করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাশেমসহ সাইবার সেলের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স। পুলিশের এ সফল উদ্যোগে ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com