মরহুম ইঞ্জিনিয়ার এল. কে. সিদ্দিকী বাংলাদেশের সাবেক মন্ত্রী, সাবেক ডেপুটি স্পিকার এবং সীতাকুণ্ড থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পরিবার, অনুসারী ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধাভরে স্মরণ করবেন এই গুণী জননেতাকে।
অনুষ্ঠানসূচি :
আছরের নামাজের আগে: পারিবারিক কবরস্থান সংলগ্ন মসজিদে খতমে কোরআন অনুষ্ঠিত হবে।
আছরের নামাজের পর: দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
পরিশেষে: মরহুমের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
মিলাদ মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চতম মাকাম দান করেন—এই প্রার্থনাই সবার। আমিন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com