প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১১:৪৯ এ.এম
চট্টগ্রামের চন্দনাইশে অভিযান,৩টি বাসকে জরিমানা। সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনাই লক্ষ্য

চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় পরিবহন বাসে আজ ৩১ জুলাই,বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট রাজিব হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ডিপ্লোম্যাসি চাকমা এবং তাদের সাথে থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তা এ' সময় উপস্থিত ছিলেন।অভিযান কালে ঈগল পরিবহন কোম্পানির ৩ টি বাসকে ৪০০০/-(চার হাজার) টাকা জরিমানা করা হয়।
জানা যায়,প্রয়োজনীয় কাগজ পত্রের ঘাটতি,ফিটনেস সনদের অনুপস্থিতি,ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা সমূহ অনুযায়ী অর্থ দন্ড করা হয়।
সড়কে পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা,সাধারন জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন মেনে চলার প্রতি জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্য এ'রকম অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com