পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার চাটমোহর পৌর সদরের ছোট শালিকা মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন ছোট শালিকা মহল্লার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। সেই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। তিনি আরও বলেন, থানা হেফাজতে হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগের তথ্য যাচাই বাছাই চলছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com