প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১২:৩৩ পি.এম
আত্রাইয়ে ৩৯ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপির আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকা রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা সহকারী পরিদর্শক হাসানুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার। এছাড়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এস.এম নাছির উদ্দিন, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
এই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তথ্য মতে ২০২২-২৩ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মোট ৩৯ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com