প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১২:৫৪ পি.এম
প্রাণের দাবী একটি রাস্তার: বেলকুচি দৌলতপুর ইউনিয়নের গোপালপুর মন্ডলপাড়ায় দুর্ভোগে সাধারন মানুষ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোপালপুর মন্ডলপাড়ার শত শত মানুষ আজও একটি চলাচলের উপযোগী রাস্তার অভাবে চরম ভোগান্তির শিকার। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা একটি রাস্তার দাবীতে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও মিলছে না কোনো কার্যকর সাড়া।
এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে কাদায় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। শুকনো মৌসুমে ধুলায় বাতাস ভারী হয়ে যায়। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশু, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম কষ্ট পোহাতে হয়। এমনকি কোনো রোগী অসুস্থ হলে সময়মতো চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোও সম্ভব হয় না।
স্থানীয় এক বাসিন্দা আব্দুল মান্নান বলেন, “আমরা বছরের পর বছর ধরে রাস্তার দাবি জানিয়ে আসছি। কিন্তু শুধু আশ্বাসই পেয়েছি, কাজ হয়নি কিছুই। ভোটের সময় সবাই আসে, কিন্তু পরবর্তীতে আর কেউ ফিরে তাকায় না।”
অন্য আরেকজন গৃহবধূ জানান, “বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে। কাদা-পানিতে পড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।”
এই রাস্তাটি সংস্কার হলে শুধু মন্ডলপাড়ারই নয়, পাশ্ববর্তী গ্রামের লোকজনও উপকৃত হবেন। কৃষিপণ্য পরিবহন, স্কুলে যাতায়াত ও চিকিৎসা সেবায় উল্লেখযোগ্য সুবিধা মিলবে বলে মনে করছেন সবাই।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জানতে চাইলে একজন ইউপি সদস্য জানান, “বিষয়টি আমাদের জানা আছে। প্রস্তাব দেয়া হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এলাকার সাধারণ মানুষের দাবি, প্রতিশ্রুতির সীমা পেরিয়ে যেন এবার বাস্তব কাজ শুরু হয়। কারণ, একটি রাস্তা শুধু মাটি-খোয়া নয়, এটি জীবনের নিরাপত্তা, উন্নয়ন এবং সম্মানজনক জীবনের পূর্বশর্ত।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com