প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১২:৫৫ পি.এম
ধামরাইয়ে স্বেচ্ছাশ্রম ও নিজ অর্থায়নে ছাত্রদল নেতার রাস্তা মেরামত

স্বেচ্ছাশ্রম ও নিজ অর্থায়নে মানুষের ভোগান্তি লাঘবে ধামরাই পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো: সুজন মৃধা রাস্তা সংস্কারে কাজ করেছেন। গতকাল বুধবার এমন কাজ করতে দেখা যায় ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকায়।
দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরে থাকায় জন সাধারনের চলাচলে চরম দূর্ভোগে পৌঁছায়। দির্ঘদিন এমন পরিস্থিতি দেখে পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মৃধা নিজেই ইট, খোয়া, বালুসহ প্রয়োজনীয় উপকরণ এনে স্থানীয় লোকজনের সহযোগীতা নিয়ে রাস্তার এমন বেহাল অবস্থার সংস্কার কাজ শুরু করেন। এতে পথচারী ও এলাকাবাসীর মাঝে দির্ঘদিন পর স্বস্তি ফিরে আসে।
স্থানীয়দের কাছে থেকে জানা যায়, দির্ঘদিন ধরে চন্দ্রাইল পাকার মাথা থেকে আতাউর রহমানের দোকান পর্যন্ত, চন্দ্রাইল পাকার মাথা থেকে জামালের বাড়ি পর্যন্ত এবং কেলিয়া কবরস্থানের রাস্তায় চলাচল দুর্বিষহ হয়ে উঠেছিল। একটু বৃষ্টি পড়লেই রাস্তায় পানি জমে চলাচলে চরম ভোগান্তির শিকার পোহাতে হয় পথচারীদের। তাই দেখে সুজন মৃধা ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংষ্কার করে দেন।
এ বিষয়ে আনিসুর রহমান জামাল বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তাটি খানাখন্দ ভরা থাকায় চলাচলে ভোগান্তি পোহাতে হতো। এখন আর সেই সমস্যা থাকবে না, রাস্তায় পানিও জমবে না। এলাকার ছেলে সুজন মৃধা নিজ উদ্যোগে ও নিজ খরচে রাস্তাটি মেরামত করে দেন।
এ বিষয়ে ধামরাই পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মৃধা বলেন, রাস্তাটি দির্ঘদিন ধরে খানাখন্দে ভরা ছিল। রাস্তায় পানি জমে থাকায় পথচারী ও যানবাহন নিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে যেত। তাই দেখে নিজ উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে রাস্তা মেরামত করে দেই। এখন আর চলাচলে সমস্যা হচ্ছে না। সমাজের বিত্তবানদের প্রতি আহবান করেন তারা যেন সমাজের যেকোন সমস্যায় মানবতার হাত বাড়িয়ে দেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com