প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৫:০৫ পি.এম
নাইক্ষ্যংছড়ি আমতলী খাল থেকে চলছে অবৈধ বালু উত্তোলন

বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রেজু আমতলী এলাকায় রেজু আমতলী খাল থেকে একটি চক্র ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে।
স্থানীয়রা জানান, বালু দূস্যরা ক্ষমতার দাপট দেখিয়ে এসব কাজ চালিয়ে যাচ্ছে। বালি উত্তোলন করে কালো পলিথিন দিয়ে চতুর্পাশে ঢেকে রাখা হয়েছে। যেন কারো চোখে না পড়ে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রেজু আমতলীর সাইফুল ইসলাম (পুতিয়া), আশরাফ আলী (আসুয়ালী), মো. আলম,আলী হোছেন(আলী) ও মামুন, তাদের নেতৃত্ব বাজারজাত করার উদ্দেশ্যে এসব বালু উত্তোলন করা হচ্ছে।
আর যিনি পাহাড় কাটার সঙ্গে তার নাম হলো আমান উল্লাহ এর ছেলে রফিক উল্লাহ গং, তার বাড়িও রেজু আমতলি।
স্থানীয়রা আরও জানান, এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনী বছর ব্যবস্থা গ্রহনের জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এবং বান্দরবান জেলা প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
এই বালু উত্তোলনের কারনে এতে গ্রামের নদীতীরবর্তী ফসলি জমি ও বসতভিটা ভাঙনের আশঙ্কা দেখা দেয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com