ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় সতর্ক ও শিক্ষা, বাঁচাতে পারে প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস পালিত হয়েছে, অদ্য বৃহষ্পতিবার (৩১ জুলাই) সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির সহযোগীতায় এবং পদক্ষেপ মানবিক উন্নয়ণ কেন্দ্রের আয়োজনে উপজেলা কমপ্লেক্স চত্বরে র্যালি শেষে উপজেলার মাঠে আলোচনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃ ফজলে রাব্বি। এসময় তিনি বলেন মনপুরার চারিদিক নদী বেষ্টিত এলাকা। এখানে শুধুমাত্র শিশুরাই নয়, সকল পর্যায়ের লোকদের সাঁতার জানা উচিত। এছাড়াও তিনি আরো বিভিন্ন সতর্কতামূলক দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন আইসিবিসি প্রকল্পের মনিটরিং কমিটির সদস্যবৃন্দ।
আলোচনায় আরো উঠে আসে, মনপুরা উপজেলার ৪টি ইউনিয়নে শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে ১-৫ বছরের কম বয়সি শিশুদের প্রারম্ভিক বিকাশ ও নিরপাত্তা প্রদান করা হয় এবং পুকুরে বাঁশের তৈরি মাচার মাধ্যমে ৬-১০ বছর বয়সি শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেয়া হবে। এতে করে শিশুর মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন আইসিবিসি প্রকল্পের মনিটরিং কমিটির সদস্যবৃন্দ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্টেকহোল্ডারগন এবং আইসিবিসি প্রকল্প বাস্তবায়ন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মনপুরা উপজেলার ইসিসিডি কর্মকর্তা মোঃ নুরুল আমিন ও সুপারভাইজারগণ (নিয়ামুল হক, মোঃ মনিরুল ইসলাম, জান্নাত বেগম, রেদোয়ান হোসেন, মোঃ মহিউদ্দন, মোঃ রাজিব, সুমন হোসেন) এবং সাঁতার প্রশিক্ষণের ট্রেনিং প্রাপ্ত পুরুষ ও মহিলা সাঁতার প্রশিক্ষক উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com