প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৭:৫৮ পি.এম
মানিকগঞ্জ – ১ আসনে!নির্বাচনী শোভাযাত্রায় মাঠ কাঁপালেন মুফতি হেদায়েতুল্লাহ

মানিকগঞ্জ-১ (দৌলতপুর, ঘিওর, শিবালয়):
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় গতি এনেছেন মানিকগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী আলেম-রাজনীতিবিদ মুফতি হেদায়েতুল্লাহ। আজ (৩১শে জুলাই)বৃহস্পতি বার সকাল থেকে দুপুর নাগাদ প্রায় শতাধিক মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা নিয়ে তিনি দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলার বিভিন্ন বাজার, গ্রাম ও জনবহুল স্থানে গণসংযোগ করেন।
প্রচারণার শুরু হয় ঘিওর উপজেলার ঐতিহাসিক কলেজ মাঠ থেকে অতঃপর দৌলতপুর উপজেলার,এরপর একে একে শিমুলিয়া, বালিয়াখোড়া, শিবালয়ের আরুয়া, উথলী, পাটুরিয়া ঘাটসহ বেশ কয়েকটি স্থানে যান তিনি। প্রায় প্রতিটি এলাকায় সাধারণ মানুষের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
মুফতি হেদায়েতুল্লাহ বলেন, "মানিকগঞ্জ-১ আসন, দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত থেকেছে। আমি আল্লাহর ওপর ভরসা করে জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে মাঠে নেমেছি। আপনারা আমাকে সুযোগ দিন, আমি বিশ্বাসঘাতকতা নয়—সেবা দিতে চাই।"
এ সময় তার সঙ্গে স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, আলেমসমাজ, যুবক ও ছাত্রশ্রেণির বিপুলসংখ্যক অনুসারী অংশ নেন।
নির্বাচনী এলাকাজুড়ে এই বিশাল শোভাযাত্রা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় মূল্যবোধ, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং মাঠ পর্যায়ে সরাসরি সংযোগের কারণে মুফতি হেদায়েতুল্লাহ তরুণ ও সচেতন ভোটারদের মধ্যে আগ্রহের কেন্দ্রোবিন্দুতে পরিণত হচ্ছেন।
প্রচারণা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মুফতি হেদায়েতুল্লাহ বলেন, “জনগণই আমার শক্তি। আমি ক্ষমতার রাজনীতি নয়, ন্যায়ের রাজনীতি করতে চাই।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com