চুয়াডাঙ্গায় মাদক সেবনের অপরাধে শরিফুল ইসলাম (৩৮) নামের এক যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ।
সাজাপ্রাপ্ত শরিফুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিন গোরস্থানপাড়ার আকু মন্ডলের ছেলে৷
এর আগে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শহরের হকপাড়া থেকে মাদক সেবনরত অবস্থায় শরিফুল ইসলামকে আটক করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শরিফুল ইসলামকে পাঁচদিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
বৃহস্পতিবার (৩১) জুলাই রাত সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com