প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৬:০৪ এ.এম
চারঘাটে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলাঃ রাজপথ উত্তপ্ত থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাজশাহীর চারঘাট উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদল চারঘাট উপজেলার আহ্বায়ক হাসান মোহাম্মদ আলী ও তার সহকর্মী মো. সেন্টুর উপর নৃশংস হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয় শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে সারদা ট্রাফিক মোড়ে।
ছাত্রদল নেতারা জানান, ঘটনার পাঁচ দিন পার হলেও হামলাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ছাত্রদল ক্ষুব্ধ। বক্তারা বলেন, “আজ ছাত্রদল রাজপথে, আর আমাদের নেতা হাসান মোহাম্মদ আলী মৃত্যুশয্যায়। অথচ রাজশাহী জেলা বিএনপি, জেলা ছাত্রদল বা চারঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ কর্মসূচি দেখা যায়নি—যা অত্যন্ত হতাশাজনক।
ঘটনাটি ঘটে রবিবার, ২৭ জুলাই রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে, চারঘাট থানাধীন মুক্তারপুর ট্রাফিক মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মো. সেন্টু ও হাসান মোহাম্মদ আলী সড়কের পাশে মকলেছের চায়ের দোকানের সামনে বসে ছিলেন। এমন সময় ছাত্রদলের প্রতিদ্বন্দ্বী গ্রুপের সদস্য তুষার (৩৮), শাহানুর (৩৫), জানিফ (৩৪), বিজয় (৩৪) ও অজ্ঞাতনামা আরও ৪–৫ জন অতর্কিতে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুজনেই রক্তাক্ত জখম হন। হাসান মোহাম্মদ আলীর শরীরে একশোরও বেশি কোপের চিহ্ন রয়েছে বলে নেতারা জানিয়েছেন। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com