প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৬:৫৫ এ.এম
তাড়াশ কাটাগাড়ি সড়কে বেহাল অবস্থা:ভোগান্তিতে ১০/১২ গ্রামের মানুষ

তাড়াশ টু কাটাগাড়ি সড়কের উত্তর ওয়াবদা বাদ, (ভাদাশ) ব্রিজের নির্মাণকাজ দীর্ঘ দুই বছরেও শেষ হয়নি। নির্মাণ কাজের অগ্রগতি খুবই ধীর এবং বেহাল অবস্থায় রয়েছে সাইট সংলগ্ন রাস্তা। বর্তমানে এই স্থানে প্রতিদিনই ভ্যান, অটো ও ট্রাকের চাকা দেবে যাচ্ছে, ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, ঈদুল ফিতরের পর লেবাররা মাত্র ২-৩ দিন কাজ করেছে, এরপর থেকে কাজ বন্ধ রয়েছে। এর ফলে তাড়াশের ভাদাশ গ্রামসহ উত্তরের প্রায় ১০-১২টি গ্রামের হাজারো মানুষ প্রতিনিয়ত যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন।
গ্রামবাসীর দাবি, রাস্তার পাশ ঘেঁষে থাকা ইট খোয়া ও বালির বস্তাগুলোও এখন আর কোনো কাজের নয়। সামান্য বৃষ্টিতেই সড়ক আরো কর্দমাক্ত হয়ে পড়ে। শিক্ষার্থী, রোগী, কৃষক—সকল শ্রেণির মানুষ পড়ছেন বিপাকে।
এই গুরুত্বপূর্ণ ব্রিজটির কাজ দ্রুত সম্পন্ন না হলে ভোগান্তি আরও বাড়বে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি, ব্রিজের নির্মাণকাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com