আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার প্রধান কার্যালয় ইসলামী আন্দোলন লালমোহন উপজেলা শাখা সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে এক জরুরী মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি শফিকুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সংগঠনের নির্বাচিত সাধারণ সম্পাদক একসময়ের টুকর ছাত্রনেতা কর্মীবান্ধব এবং লালমোহন পৌরসভার দলের সম্ভাব্যপ্রার্থী জননেতা মাওলানা মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় আগামী ৫ ই আগস্ট যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুফতি শফিকুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব জুলফিকার হাওলাদার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মুসা কালিমুল্লাহ পৌরসভা সভাপতি মাওলানা মোঃ আবু তৈয়ব ও জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি আলহাজ্ব মাওলানা কবি নেছার উদ্দিন জিহাদি প্রমূখ। বক্তারা ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আগামীর সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা নির্মাণে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনায় দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিক কে ঐতিহাসিক ৫ ই আগস্ট এর চেতনায় উজ্জীবিত হয়ে এবং একতাবদ্ধ হয়ে দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com