প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৮:০৪ এ.এম
নান্দাইলে যুবককে কুপিয়ে জখম- নগদ অর্থ ও চেইন লুট, থানায় অভিযোগ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের হাটশিরা বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. ফারুক মিয়া (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। এ সময় তার কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও চার ভরি ওজনের একটি রুপার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আহত ফারুক মিয়া চর কামটখালী গ্রামের মৃত মজিবুর রহমান ও মোছা. সুফিয়া খাতুনের ছেলে। তিনি জানান, গত ২২ জুলাই রাত ৯টার দিকে দেওয়ানগঞ্জ বাজার থেকে কাঁচাবাজার করে ফেরার পথে হাটশিরা বাজার এলাকায় মিলন মিয়ার ফলের দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।
হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে মতিউর রহমান বাবুল (৩৮), বাদল মিয়া (৩০), ইসমাইল মিয়া (২২), হাবিবুর রহমান (২০), রামিম মিয়া (২০), রবিউল মিয়া (২৫) এবং আরও ৪–৫ জন অজ্ঞাতনামাকে। সকলেই চর কামটখালী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ভুক্তভোগী ফারুক মিয়ার অভিযোগ, প্রধান আসামী বাবুল রামদা দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে কোপটি ভ্রুর ওপরে লাগে। বাদল মিয়া লোহার রড দিয়ে তার কাঁধে আঘাত করে এবং অন্যান্য আসামিরা লাঠি ও কাঠের চেলা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। হামলার এক পর্যায়ে বাবুল তার শার্টের পকেট থেকে নগদ টাকা এবং ইসমাইল মিয়া তার গলা থেকে রুপার চেইন ছিনিয়ে নেয়। এছাড়াও ইসমাইল মিয়া তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ফারুক মিয়া আরও জানান, তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে আসেন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।নান্দাইল থানা পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com