প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৮:২৯ এ.এম
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু

মধ্যপ্রাচের দেশ কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর বৈদ্যুতিক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে। তার নাম আমানউল্লা(৩০)। তিনি তার মায়ের সাথে বেতাগী ৬ নম্বর ওয়ার্ড ডিঙ্গললোঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকেন।
সোমবার (২৮ জুলাই) কাজ করতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত আমানউল্লাহ দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বাবা মা আলাদা হয়ে গেলে বড় ভাই জাহেদউল্লাহ তার বাবার সাথে পারুয়া সাহাব্দি নগর নিজ বাসায় রয়ে গেলে আমানউল্লাহ তার মাকে নিয়ে নানার বাড়িতে চলে যায়। অনেক কষ্টে দিন পার করা আমানউল্লাহ ভাগ্য ফেরাতে পাড়ি জমায় প্রবাসে। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। মর্মান্তিক মৃত্যু তার জীবনকে থামিয়ে দিয়েছে।
এদিকে আমানউল্লার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। আজ শনিবার (২রা আগস্ট) সকাল ১১ টায় বানিয়াখোলা জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com