নড়াইলে গৃহবধূ মৃত্যু নিয়ে নানা রহস্য সৃষ্টি হয়েছে।নড়াইল হবখালি ইউনিয়নে গত বুধবার বাগডাঙ্গা গ্রামের দুই সন্তানের জননী মাধবী বিশ্বাস নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে নানা রহস্য সৃষ্টি হয়েছে, স্বামী পলাতক রয়েছে।এটা হত্যা না আত্মহত্যা এটাই জনগনের প্রশ্ন। আপসের একটা দেন দরবার চলছে। গৃহবধূর ভাই কালিয়ার শূক্ত গ্রামের জয়দাস সহ সজনরা বলেছেন , বোনের স্বামী হীরামন বিশ্বাস দ্বিতীয় বিয়ে করার পর ঘরে অশান্তি লেগেই থাকতো। তার ধারাবাহিকতায় গত বুধবার তার বোনকে মারধর করে মেরে ঝুলিয়ে রেখে বাড়ি থেকে পালিয়েছে। তারা আরো বলেন, বোনের শরীরে বিভিন্ন জায়গায় মারের দাগ ছিল । তার বোন হত্যার কঠিন বিচার চায়। তবে পোস্টমর্টেম রিপোর্ট আসলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com