টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে বসতবাড়ির মাটি কেটে নিল এক যুবদল নেতা। এই অমানবিক ঘটনাটি ঘটেছে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে। বুধবার ভুক্তভোগী বাড়ির মালিক আজাহার গণমাধ্যম কর্মীদের কাছে তার এ ক্ষোভের কথা জানান।
জানা গেছে, উপজেলার আজগানা গ্রামের আজাহার (৩৫) আজগানা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ সিকদারের কাছ থেকে বাকিতে কিছু ইট কিনেন। ইটের টাকা যথাসময়ে পরিশোধ না করতে না পারায় লোকলজ্জার ভয়ে আজাহার বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করেন। এদিকে ওয়াদা ও তারিখ অনুযায়ী ইটের টাকা পরিশোধ না করায় মাসুদ সিকদার রাতের আঁধারে ভেকু দিয়ে বসতবাড়ির মাটি কেটে নিয়ে গেছেন বলে আজাহার অভিযোগ করেন।
ভুক্তভোগী আজাহারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইট কেনার সময় মাসুদ সিকদার সাদা স্ট্যাম্পে তার স্বাক্ষর রাখেন। পরে কী লিখেছে তা আমি জানি না। আমি বাড়িতে না থাকায় গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে আমার বসতবাড়ির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে নেয়। মাটি কেটে নেওয়ার পরও সে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। যুবদল নেতা মাসুদ সিকদারের সাথে কথা হলে তিনি বলেন, চার বছর আগে আজাহার আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয়। সম্প্রতি টাকা চাইতে গেলে সে বাড়ির মাটি বিক্রি করার কথা বলে কয়েক দফায় আরও ৫০ হাজার টাকা নেয়। কথা অনুযায়ী বাড়ির উঠানের মাটি কেটে নেওয়া হয়েছে। এখন সে বিভিন্ন ধরনেরকথা কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন৷
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com