প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৯:০১ এ.এম
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ, দেশবাসীর দোয়া চাইল দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাঁর হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শুক্রবার (১ আগস্ট) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি দলের একটি জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষায় তাঁর হৃদপিণ্ডে পাঁচ-ছয়টি ব্লক পাওয়া যায়, যার মধ্যে কয়েকটি ছিল গুরুতর। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
মিয়া গোলাম পরওয়ার জানান, দেশ-বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও ডা. শফিকুর রহমান নিজেই দেশে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাঁর ব্যক্তিগত মতের ভিত্তিতে নেওয়া একটি সিদ্ধান্ত।
সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে তাঁর সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে এবং হাসপাতাল এলাকায় ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
এদিকে, রপ্তানিপণ্যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ হার কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামায়াত আমির। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি লেখেন, “যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ ট্যাক্স আরোপের সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকারের উদ্যোগ ও যুক্তরাষ্ট্রের সদিচ্ছায় হারটি ২০ শতাংশে নেমে এসেছে। এজন্য আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, “ড. ইউনূসসহ ভবিষ্যতের রাষ্ট্রনায়কেরা দেশের মর্যাদা অটুট রেখে আন্তর্জাতিক কূটনীতিতে সম্মানজনক ভূমিকা পালন করবেন।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com