প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৯:২৬ এ.এম
তিতাসে প্রবাসীর পৈত্রিক সম্পত্তি দখল ও বৃদ্ধা মাকে হুমকি-ধমকির অভিযোগ

কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দি দক্ষিণপাড়া ভূঁইয়া বাড়িতে প্রবাসে থাকা একটি পরিবারের পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। মৃত আসাদ ভূঁইয়ার তিন ছেলে—বড় ছেলে শফি মাহমুদ ভূঁইয়া (দুবাই প্রবাসী), মেজো ছেলে হাসান মাহমুদ ভূঁইয়া (ইতালি প্রবাসী) এবং ছোট ছেলে সায়মন ভূঁইয়া (ফ্রান্স প্রবাসী) দেশে না থাকার সুযোগে স্থানীয় এক ভূমিদস্যু তাদের সম্পত্তি দখলে নিয়েছে বলে পরিবারটির অভিযোগ।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি হোসেন, যাকে স্থানীয়ভাবে 'টলার হোসেন' নামে চেনে, দালালচক্র ও কিছু সন্ত্রাসী সহযোগীদের নিয়ে জোরপূর্বক ঘর তুলেছে উক্ত ভুঁইয়া বাড়ির জমিতে। এ সময় বারবার বাধা দিলেও হাসান মাহমুদের বৃদ্ধা মা, যিনি হার্টের রোগী, তাকে ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
প্রবাসী পরিবারের সদস্যদের দাবি, তারা দেশে না থাকার কারণে একটি চক্র তাদের জমি আত্মসাতের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলার ভয় দেখিয়ে চুপ রাখতে বাধ্য করা হয়। তারা বলেন, আজ থেকে প্রায় ৫৬ বছর আগে আমরা জায়গা কিনেছি এবং ভোগ দখলে আছি। হঠাৎ করে হোসেন মিয়া আমাদের জায়গায় এসে ঘর তৈরি করে ঝামেলা সৃষ্টি করছে। আমরা দেশে না থাকার কারণে সে নিজ নামে আমাদের জমি বিএস করে ফেলেছে এবং খারিজ করে ফেলেছে। যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। সে প্রতারণা করে ও তার ভাগিনা আ'লীগ নেতার প্রভাবে এসব করছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এই ভূমি দখলের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এবিষয়ে বাতাকান্দি গ্রামের হোসেন বলেন, তারা যার কাছ থেকে জমি কিনেছে আমরাও সেই মালিক থেকে জমি ক্রয় করেছি। আমি কিনেছি ৭ শতক, আর তারা কিনেছে ১৫ শতক। তাদের জায়গায় আমি যাইনি। আমার জায়গায় আমি ঘর তৈরি করেছি। এ নিয়ে থানায় অভিযোগও করা হয়েছিলো। তাদেরকে বলেন কাগজপত্র নিয়ে বসতে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com