প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৯:২৮ এ.এম
প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে ধরা খেলেন প্রাক্তন কাউন্সিলর! রাস্তায় উত্তেজনার ঝড়

গাড়ি থামল, দরজা খুলল, আর তারপরই ফাঁস হয়ে গেল “গোপন” প্রেমকাহিনি! ভারতের পূর্ব বর্ধমানের গুসকরা শহরে প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে স্বামীর হাতে হাতেনাতে ধরা পড়লেন এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। চুপচাপ শুরু হওয়া গল্পটা রাস্তায় গিয়ে দাঁড়াল সিনেমার ক্লাইম্যাক্সে!
ঘটনার বিস্তারিত:
শুক্রবার সন্ধ্যায় ভারতের গুসকরা শহরের বাগদিপাড়ার কাছে ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরেই স্ত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল স্বামীর। খবর মিলতেই তিনি চালাতে থাকেন ‘গোপন নজরদারি’। আর ঠিক সময়েই গাড়ি থামিয়ে ধরেন স্ত্রী ও তাঁর ‘সাথীকে’। মুহূর্তে ভিড় জমে যায় রাস্তায়।
উদ্ধৃতি/মন্তব্য:
স্বামী বলেন, “আমি অনেকবার বলেছি, থেমে যাও। কিন্তু ও শোনেনি।”
গৃহবধূর পাল্টা মন্তব্য— “আমি নিজের মতো বাঁচতে চাই। আর এই সম্পর্কে ফিরব না।”
ঘটনার রেশ ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জমায়েত হয়ে পড়েন যেন লাইভ নাটক দেখতে। পুলিশ এলেও কেউ অভিযোগ না করায় তাঁরা পরিস্থিতি ঠান্ডা করেই ফিরে যান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com