প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১২:৪৬ পি.এম
টাংগুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর কমিটি গঠন

একুশ সদস্য বিশিষ্ট টাংগুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর নতুন কার্যনির্বাহি কমিটি ঘঠিত হয়েছে
উক্ত কমিটি সাধারনসভায় সকলের সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন রাজু আহমেদ রমজান,সহসভাপতি দুলাল কান্তি পাল,সহসভাপতি-অকিল তালুকদার,সহসভাপতি- আলআমিন, সাধারণ সম্পাদক- আহম্মেদ কবির,সহসাধারণ সম্পাদক - পলেন আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক - মনোয়ার হোসেন মুন্না,সহসাংগঠনিক সম্পাদক -এখলাছ মিয়া আইন বিষয়ক সম্পাদক - এডঃ- মোহাম্মদ শাহ আলম ( তুলিপ) কোষাধ্যক্ষ - লিমন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পদাক- হাবীবুর রহমান বাদশা, কার্যনির্বাহী সদস্য -সাহাজ উদ্দিন সাজন, অজিত হাজং, সম্মানিত সদস্যবৃন্দ-রাসেল আহমেদ, মানিক পাল, আবুসাইদ,মাসুক মিয়া,মকবুল হোসেন,দেলোয়ার,আব্দুল ওয়াহিদ, জুনাইদ আহমেদ,
এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহির উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার জনাব মোঃআবুল হাসেম মহোদয়,তিনি বলেন
প্রাকৃতিক সম্পদ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির এই মহৎ প্রয়াসের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ ধরণের উদ্যোগ টাঙ্গুয়ার হাওরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টাংগুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর লক্ষ্য ও উদ্দেশ্য।

আবর্জনা ফেলা নিষেধ: হাওরের পানিতে কিংবা পাড়ে প্লাস্টিক, বোতল বা প্যাকেটজাত কিছু ফেলবেন না।

প্রাকৃতিক পরিবেশে হস্তক্ষেপ নয়: পাখি, মাছ ও জলজ প্রাণীর স্বাভাবিক বাসস্থান নষ্ট করা যাবে না।

জোরে গান বা শব্দ নয়: নৌকা বা হাওরপাড়ে উচ্চ শব্দে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার থেকে বিরত থাকুন।

বনায়ন ধ্বংস নয়: গাছ কাটা বা ঝোপ জঙ্গল নষ্ট করা থেকে বিরত থাকুন।

পর্যটনের নামে বেহায়াপনা নয়: টাঙ্গুয়ার হাওরের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে সম্মান করুন।

প্রশাসনের নির্দেশ মানুন: যে কোন ভ্রমণে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের নিয়ম মেনে চলুন।

পরিচ্ছন্নতা অভিযান চালান: যেখানে সেখানে আবর্জনা না ফেলে পরিষ্কার রাখতে নিজেই উদ্যোগ নিন।
টাংঙ্গুয়ার হাওর বাংলাদেশের একটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ জলাভূমি, যেখানে আছে হাজারো প্রজাতির মাছ, পাখি এবং উদ্ভিদ। এটি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বরং স্থানীয় মানুষের জীবিকার গুরুত্বপূর্ণ উৎস।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com