প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১২:৪৮ পি.এম
খালেক আঞ্জুমান স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব: শিক্ষার্থীদের মাঝে সাফল্যের ঝলক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খালেক আঞ্জুমান স্কুল-এ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। শনিবার (২ আগস্ট) মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস বালুর মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও প্রতিভা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক নানা পর্বে শিক্ষার্থীদের dynamic অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও প্রেরণাদায়ক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন।
তিনি বলেন, প্রত্যেক বছর খালেক আঞ্জুমান স্কুলের উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়ার অঙ্গীকার করছি। পাশাপাশি, প্রতিবছর শর্তসাপেক্ষে ৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই প্রজন্মই আমাদের ভবিষ্যৎ। শুধুমাত্র নেতা হওয়ার আকাঙ্ক্ষা নয়—মানুষের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ও পরিচালক জনাব কামাল মোল্লা।
তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সামাজিক দক্ষতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখব।”
অধ্যক্ষ কামাল মোল্লা আরও বলেন, শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়—সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়েও শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে “সিকা শিক্ষাবৃত্তি” প্রকল্পের আওতায় নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট ও পদক তুলে দেওয়া হয়।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটকের উপস্থাপনায় উপস্থিত অভিভাবক ও অতিথিরা মুগ্ধ হন।
এই অনুষ্ঠানটি আয়োজন করে খালেক আঞ্জুমান স্কুল, সোনারগাঁ। সহযোগিতায় ছিল স্কুলের প্রধান শাখা (EIIN: ৩১১০৩০৭০৬) এবং মাধ্যমিক শাখা (EIIN: ০১৩০৯)।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com