প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১২:৫২ পি.এম
পবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির নেতৃত্বে উপাচার্য-ড.কাজী রফিকুল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) যেন জেগে উঠেছিল এক অন্যরকম সকালের সাক্ষী হয়ে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হওয়া ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি যেন পরিচ্ছন্নতা ও মানবিক নেতৃত্বের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছিল।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম নিজ হাতে ঝাড়ু হাতে নিয়ে হল করিডোর, ডাইনিং, বাথরুম থেকে শুরু করে আবাসিক কক্ষ পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন। এই চিত্র দেখে মুগ্ধতা ও কৃতজ্ঞতায় আপ্লুত হয় শিক্ষার্থীরা।
কর্মসূচির আওতায় বিজয় ২৪ হল, এম কেরামত আলী হল, শহীদ জিয়াউর রহমান হল-১ ও ২, তাপসী রাবেয়া বসরী ছাত্রী হল এবং কবি সুফিয়া কামাল হলসহ বিভিন্ন আবাসিক এলাকায় চলে প্রাণবন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম। দুপুর সাড়ে ১২টার দিকে কর্মসূচি শেষ হয়।
‘আমি একজন প্রশাসক নই, একজন অভিভাবক’-কর্মসূচি প্রসঙ্গে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু বিদ্যার আলো ছড়ানোর স্থান নয়, বরং আদর্শ, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতার চর্চার জায়গা। আমি চাই পবিপ্রবির শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা ও শৃঙ্খলায় দেশের জন্য উদাহরণ হোক। একজন প্রশাসক হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে নিজ হাতে কাজ করেছি।”
শহীদ জিয়াউর রহমান হলের ছাত্র জাহিদুল ইসলাম রাতুল ও সোহেল রানা জনি বলেন, “স্যারকে আমরা সবসময় শ্রদ্ধা করি", কিন্তু আজকের দৃশ্য হৃদয়ে গেঁথে থাকবে। নেতাকে সামনে থেকে নেতৃত্ব দিতেই হয়, স্যার সেটাই করে দেখালেন।
তাপসী রাবেয়া বসরী হলের ছাত্রী তাসলিমা বলেন, “স্যার শুধু আদর্শের কথা বলেন না, বাস্তবেও তা দেখান। আমাদের সত্যিই নাড়া দিয়েছে আজকের এই দৃশ্য।”
এই পরিচ্ছন্নতা অভিযানে উপাচার্যের সঙ্গে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, অনুষদের ডিন, হল প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা।
ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মো. তরিকুল ইসলাম সজিব বলেন, “আমরা শুধু পুস্তক দিয়ে মানুষ গড়ি না, আদর্শ দিয়ে গড়ি। আজকের কর্মসূচি তার উজ্জ্বল উদাহরণ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com