প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১:১৩ পি.এম
রাজৈরে নির্বাচন কমিশনের ভুয়া স্টিকার লাগানো মাইক্রোবাসসহ ব্যক্তি আটক

মাদারীপুরের রাজৈর উপজেলায় নির্বাচন কমিশনের (ইসি) ভুয়া স্টিকার লাগানো একটি মাইক্রোবাস ও বিদেশি বিয়ারসহ মনিরুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০২ আগস্ট) রাতে উপজেলার একটি চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মাইক্রোবাসটিতে ইসির স্টিকার লাগানো ছিল, যা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হয়। মাইক্রোবাস তল্লাশি করে বেশ কিছু বিদেশি বিয়ারের ক্যান উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান ওই স্টিকারের অপব্যবহার করে দীর্ঘদিন ধরে নানা সুবিধা নিচ্ছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ভুয়া স্টিকারযুক্ত গাড়ি আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ বিদেশি বিয়ারও। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com