প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ১০:১৪ এ.এম
ঘুমন্ত অবস্থায় ব্যবসায়ী যুবকের মৃত্যু
![]()
রাজধানীর ঢাকার আজিমপুরে মোহাম্মদ ইমরান চৌধুরী( ৩৬) নামে এক যুবক নিজ শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত ইমরান চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরর উপজেলার জেঠাগ্রামের হুমাযূন রেজা চৌধুরীর প্রথম সন্তান।
বৃহস্পতিবার (২০ মার্চ ) ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
তথ্য সূত্রে জানা যায়, বুধবার রোজা রাখার পর রাতে সেহেরি খেয়ে মায়ের পাশেই অবস্থিত তাঁর নিজ রুমে ঘুমাতে যান ইমরান । সকালে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ইমরান ঘুম থেকে না উঠায় তার মা ও পরিবারের লোকজন রুমে খুঁজতে গেলে, দেখতে পাওয়া যায় ইমরানের নিথর মৃত দেহ বিছানায় পড়ে রয়েছে।
মৃতের পিতা হুমায়ূন রেজা চৌধুরী জানান,মৃত্যুর খবর পেয়ে নাসিরনগর থেকে ঢাকায় যাই এবং গিয়ে দেখি লাশ পড়ে আছে বিছনায়।ঘুমের মধ্যেই স্ট্রোক করেছিল।পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী লাশ ফজরের নামাজের পর ঢাকায় জানাজা ও পরবর্তীতে দাফনের সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরো জানান,ছোট বেলা থেকেই ইমরান ঢাকায় তার নানি বাড়িতে বড় হয়েছে।সেখানেই সে ব্যবসা ও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো।
সে সুস্থ্য, স্বাভাবিক ও দীর্ঘদেহী একজন সবল মানুষ ছিলো।তবে খেতে খুব পছন্দ করত ইমরান।
এদিকে ঘুমন্ত অবস্থায় ইমারানের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে,ইমরানের মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী ও তার বন্ধু মহল।বিশেষ করে ঢাকা আজিমপুর এলাকায় ভীষণ জনপ্রিয় ছিলো সে।
ইমরানের মৃত্যুতে তাঁর পরিবারে চলছে শোকের মাতম।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com