প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৩:৫৫ এ.এম
মাদারীপুরের কুমার নদে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের ধাওয়া দিয়ে ড্রেজার পুরিয়ে দিয়েছে এলাকাবাসী

মাদারীপুরে কুমার নদ থেকে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের ধাওয়া দেন স্থানীয় জনতা। এতে মুহুর্তেই ট্রলার নিয়ে পালিয়ে যায় অবৈধ বালু খেকোরা। পরে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন পুড়িয়ে দেয় এলাকাবাসী।
শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে কুমার নদে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এতে ভাঙ্গছে নদের পাড়। হুমকিতে পরেছে শতশত ঘরবাড়িসহ বহু স্থাপনা।
একইভাবে শুক্রবার রাতেও অবৈধ ড্রেজার মেশিন নিয়ে বালু উত্তোলনে আসে স্থানীয় প্রভাবশালী অসাধু বালু উত্তোলকারীরা।
পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে দ্রুত ট্রলার নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে বালু উত্তোলন কারীরা। পরে একটি ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বালু উত্তোলনকারীরা। যারা এই বালু উত্তোলনের কাজে জড়িত তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। এছাড়া এমন কর্মকান্ডের খবর পেলে পুলিশও আইনগত ব্যবস্থা নিবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com