প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৪:০৪ এ.এম
সাঁথিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়ায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত শেষে ২ আগষ্ট শনিবার দুপুরে দৌলতপুর ইমাম হোসেন একাডেমি মাঠে উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদে৷ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য এ টি এম আজাহারুল ইসলাম বলেন, শহীদ নিজামীর অপরাধ এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন। তিনি তার ঘনিষ্ঠ সহচর হিসেবে আরো বলেন, জুলুম নির্যাত৷ করে ইসলামকে স্তব্ধ করা যায় না। তিনি দুটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও তার বিরুদ্ধে এক টাকারো দুর্নীতি এ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারিনি। সাঁথিয়াবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব এখন তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিনের। তাই সাঁথিয়াবাসিকে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দল মত নির্বিশেষে সকলক৷ আগামী সংসদ নির্বাচনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের পক্ষে কাজ করার আহবান জানান।
সাঁথিয়া উপজেলা আমীর মোকলেছুর রহমান এর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য ও পাবনা জেলা জামাতের সাবেক আমির অধ্যাপক আব্দুর রহিম প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com