নওগাঁর রাণীনগরে পথরোধ করে ছুরি (চাকু) দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় রাণীনগর-আত্রাই সড়কের ঘোষগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল রানা (৪৫) নওগাঁ সদরের চকরামপুর মহল্লার বাসিন্দা এবং মেসার্স রাসেল ক্লোথ স্টোরের মালিক।
জুয়েল রানা জানান, নওগাঁ মসজিদ মার্কেটে তাঁর মালিকানাধীন তিনটি কাপড়ের পাইকারি দোকান রয়েছে। এসব দোকান থেকে আত্রাই উপজেলার ভবানীপুর বাজারের ব্যবসায়ীরা নিয়মিত মালামাল বাকিতে নেন। প্রতিবারের মতো শুক্রবার বিকেলে তিনি সেখান থেকে বকেয়া টাকা আদায় করে নওগাঁ ফিরছিলেন।
তিনি আরও জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি রিজার্ভ সিএনজিযোগে ফেরার পথে ঘোষগ্রাম বেতগাড়ী এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে মুখোশ পরা ছয়জন ছিনতাইকারী সিএনজির গতি রোধ করে। এরপর তারা চাকু দেখিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার পরপরই জুয়েল রানা রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, “ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com