প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৫:০৬ এ.এম
বালু উত্তোলনে বালু দস্যুকে একমাসের কারাদন্ড

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে শিপন (৩৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২ আগস্ট) দুপুরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাংলা বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” লঙ্ঘনের অভিযোগে শিপনকে সাজা দেওয়া হয়। তিনি উপজেলার মির্জারকোট এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
অভিযানকালে পাটগ্রাম থানা পুলিশের একটি দল নিরাপত্তা সহায়তা প্রদান করে, যাদের নেতৃত্বে ছিলেন এসআই হামিদুর রহমান।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com