প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৫:০৭ এ.এম
সিলেটে জুলাই স্মরণে ছাত্র কাউন্সিলের দ্রোহ সমাবেশ অনুষ্ঠিত

রাষ্টের মেরামত নয়, চাই আমূল পরিবর্তন এই স্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই স্মরণে’ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আয়োজিত দ্রোহ সমাবেশ।আগামী কাল বিকাল ৪টায় সিলেট শহরের ক্বীনব্রীজ এর সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে, বিকাল সাড়ে ৩টায় একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে মিলিত হয়।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর শাখার সভাপতি তানজিনা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আয়শা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, নগর সহসভাপতি মেহেদী হাসান, নগর সাংগঠনিক সম্পাদক আবীর খানসহ অনেকে।
বক্তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল পাঁচ দশকের প্রতিক্রিয়াশীল রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে বঞ্চিত জনগণের ক্ষোভের বিস্ফোরণ। তবে হাজারো প্রাণের বিনিময়েও কাঙ্ক্ষিত মুক্তি অর্জিত হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি, নাগরিক অধিকার সংকোচন, শিক্ষা ও শ্রমজীবী মানুষের নিরাপত্তাহীনতা সহ বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলেও মূল ফ্যাসিবাদী কাঠামো টিকে আছে। তারা বলেন, “এই ব্যবস্থার সংস্কার নয়, প্রয়োজন আমূল পরিবর্তন। এই পরিবর্তনের নেতৃত্বে থাকবে শ্রমিক-কৃষক-সর্বহারা জনগণ।”
বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন:
জুলাই হত্যাকাণ্ডের বিচার।
চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ।
ভূমির অধিকার ও শ্রমিক সন্তানের শিক্ষা নিশ্চিতকরণ।
স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠন।
সংবিধানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করা।
শাবিপ্রবি ও এমসি কলেজসহ সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন।
আন্তর্জাতিক চুক্তিসমূহ জনসমক্ষে প্রকাশ।
সাম্রাজ্যবাদী স্বার্থরক্ষাকারী অসম প্রকল্প বাতিল সহ আরও কয়েকটি দাবি তুলে ধরেন। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল জানিয়েছে, তারা ভবিষ্যতেও সমাজ পরিবর্তনের সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে যাবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com