প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৬:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৫:১৪ এ.এম
সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারী কে আটক করেছে Rab ১২

র্যাব-১২ একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন রায়পুর এলাকার জয় গুরু কফি হাউজের সামনে মুসলিম ফার্নিচার হাউজের বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১০৫ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে Rab ১২। এছাড়াও মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন, নগদ ৬,৪৮০/- টাকা ও ০২টি মোটরসাইকেল জব্দ করে র্যাব-১২।
গ্রেফতারকৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লক্ষ্মীপুর এলাকার একাবর আলীর ছেলে নবাব চৌধুরী ও মোবারকপুর এলাকার মৃত সিন্টু রহমানের ছেলে সেলিম রেজা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com