২ আগষ্ট (শনিবার) রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাইদ চাঁদ এর বাড়ির পাশে ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম (বিকুল) এর সভাপতিত্বে বিকেল ৩:৩০ মিনিটে আগামী ৫ আগষ্ট বর্নাঢ্য ও জাঁকজমক পূর্ন ভাবে পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন বলেন গত ১৬ বছর সরকারি দলের সঙ্গে লড়াই করে উৎখাত করেছি আর কোথাকার এনসিপি যাদের চাল নেই চুলো নেই নিবন্ধন ও নেই তাদের কে নিয়ে ভাবনারও কিছু নেই।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তফি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com