প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৬:৫২ এ.এম
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক ইউনিয়নের আয়োজনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ২ আগস্ট সকাল ১০টায় শিল্পকলা একাডেমির হলরুমে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, এই দিনগুলো ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। সভায় শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মুবারকউল্লাহ। গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতে প্রদর্শন করা হয় ভিডিও চিত্র। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মোঃ খান বিটু এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সোহেল আহাদ।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান আলোচক ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, নিউজ টুয়েন্টিফোর-এর হেড অব নিউজ শরীফুল ইসলাম খান,
এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী,
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাভেদ রহিম বিজন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী দলের নেতৃবৃন্দ। শহীদ মুগ্ধর পিতা মোস্তাফিজুর রহমান বাবুল এবং শহীদ কামরুল ইসলামের পিতাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাংবাদিক ইউনিয়নের এ আয়োজনটি একটি ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিকে ধরে রাখার প্রয়াস এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com