প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৭:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৭:৪১ এ.এম
পলাশবাড়ীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক আসাদুজ্জামান রুবেল

পলাশবাড়ী ছোট ভগবানপুর খন্দকার পাড়া হিলফুল ফুজুল ফাউন্ডেশনের আয়োজনে ৪র্থ বার্ষিকী হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিক আসাদুজ্জামান রুবেল কে মানবতার ফেরিওয়ালা হিসাবে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে ছোট ভগবান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় খ.ম তাজ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ সভাপতি গোলাম মোস্তফা। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হযরত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অবঃ প্রকৌশলী মাহবুবার রহমান সুজা,ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, শাহারুল ইসলাম, আঃ রউফ সহ অন্যান্যরা। কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন রংপুর উত্তর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা গোলাম রব্বানী,পীরগঞ্জ জামতলা মাদ্রাসা সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মাহফুজ, দারুল ফুরকান ক্বওমি মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মুফতি মাওলানা মানসুর রহমান। এসময় আরোও উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল ফাউন্ডেশন সভাপতি খ,ম হেলাল,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহ-সভাপতি আতিকুর রহমান,অর্থ সম্পাদক সাইদুর রহমান বেলাল। উল্লেখ্য, আসাদুজ্জামান রুবেল ঢাকা থেকে প্রকাশিত দি ডেইলি ট্রাইবুনাল পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক যুগের আলো পত্রিকায় সাংবাদিকতা করছেন। তিনি নিয়মিত সমাজের অসহায় মানুষ গুলোর চিত্র তুলে ধরে তাদের সহায়তা পেতে সহযোগীতার স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com