প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৮:১৭ এ.এম
অটোরিক্সা চার্জ দিতে গিয়ে একজনের মর্মান্তিক মৃত্যু

বোরহানউদ্দিন উপজেলায় টবগী ইউনিয়ন "উদয়পুর রাস্তার মাথা" বাজার সংলগ্ন, ওমর আলী হাজী বাড়ির অটোরিক্সা চালক মোঃ শাহাবুদ্দিন (২৮) প্রতিদিনের ন্যায় গতকাল রাতে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ! শাহাবুদ্দিনের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৈদ্যুতিক সংযোগ ঠিকঠাক আছে কিনা তা ভালো করে দেখে তারপর যেকোনো কাজ সতর্কতার সাথে করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগণ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com