প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৮:২২ এ.এম
দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি

কুঞ্জেরহাট বাজারে কিছু অসাধু লোক দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করছে! এমন ঘটনা প্রতিদিন অহরহর হচ্ছে, এই বাজারে অনেকে ছরা/নষ্ট দুধ ও বিক্রি করে! দ্বীপ জেলা ভোলা থেকে চরফ্যাশন যাওয়ার মধ্যবর্তী স্থান হল এই কুঞ্জেরহাট বাজার। এখানে মোটামুটি সকল প্রকার যানবাহন বিরতি নেয়। ঢাকা-চট্টগ্রাম, বরিশাল, খুলনা, নোয়াখালী ও বিভিন্ন যায়গায় থেকে আসা যাত্রীরা বাজারে দুধ বিক্রি করতে দেখে কিনে নিয়ে যান বাড়িতে, যখন জাল দেওয়ার জন্য চুলাতে বসানো হয় তখন দেখা যায় দুধের ভিতরে পানি মিশ্রণ করা! অথবা ছড়া হয়ে যাওয়া! কুঞ্জেরহাট বাজার থেকে দুধ কিনে অসংখ্য মানুষ প্রতারণার শিকার হয়েছেন।
এই বাজারে দুধ পরীক্ষা করার যন্ত্রসহ জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযান দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী সকলে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com