প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৯:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৮:৪১ এ.এম
আজ বিকেলে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে:এনসিপি

রাজনীতিতে নতুন যুগের সূচনার লক্ষ্যে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) আজ রোববার (৩ আগস্ট) বিকেল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘নতুন বাংলাদেশের ইস্তেহার’ ঘোষণা করতে যাচ্ছে। দলটি তাদের ২৪ দফা ভিত্তিক রাজনৈতিক ঘোষণাপত্র, যা ‘এ নিউ বাংলাদেশ ম্যানিফেস্টো’ নামে পরিচিত, আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে উপস্থাপন করবে। দলটির পক্ষ থেকে জানানো হয়, এই ইস্তেহারের মাধ্যমে তারা একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও দায়িত্বশীল রাষ্ট্র কাঠামোর রূপরেখা তুলে ধরবে। ইস্তেহারে বিশেষভাবে গুরুত্ব পাবে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক পরিকল্পনা। এনসিপির নেতারা জানান, এই ইস্তেহার শুধু একটি রাজনৈতিক দলীয় প্রচার নয়, বরং এটি একটি “জাতীয় প্রতিশ্রুতি”। দেশজুড়ে চলমান রাজনৈতিক স্থবিরতা থেকে উত্তরণের পথ দেখাবে এই ঘোষণাপত্র। দলটি আশা করছে, সব শ্রেণিপেশার মানুষ এই ইস্তেহারের প্রতি ইতিবাচক সাড়া দেবে এবং নতুন রাজনীতির একটি ভিত্তি হিসেবে এটিকে গ্রহণ করবে। দলটি আরও দাবি করেছে, চলতি বছরের জুলাই মাসে ঘোষিত ‘জুলাই চার্টার’ যেন আগামী ৫ আগস্টের মধ্যে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় এবং আগামীর জাতীয় সংসদ নির্বাচনে এই নীতিমালাকে ভিত্তি করা হয়। এনসিপির পক্ষ থেকে শহীদ মিনারের এই অনুষ্ঠানটিকে “ঐতিহাসিক গণঘোষণা” হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে অংশ নিতে দেশজুড়ে দলটির কর্মী ও সমর্থকদের আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনীতিতে বিকল্পধারার তাগিদ দিন দিন বাড়ছে। এনসিপির এ ধরনের উদ্যোগ সে চাহিদা পূরণে কতটা সক্ষম হবে, সেটাই এখন দেখার বিষয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com