প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৮:৫৮ এ.এম
তাড়াশে মাছ চাষীদের নিয়ে কোয়ালিটি অ্যাকেয়াব্রিডস্ লিমিটেড এর খামারী সেমিনার অনুষ্ঠিত

তাড়াশ পাবলিক লাইব্রেরির উদ্যোগে এবং কোয়ালিটি অ্যাকোয়াব্রিডস্ লিমিটেডের আয়োজনে “খামারী সেমিনার ২০২৫” অনুষ্ঠিত হয়েছে চলনবিল তাড়াশে। মাছ চাষে প্রযুক্তি, পুষ্টিকর খাদ্য, আধুনিক ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এই সেমিনারে এলাকার শতাধিক খামারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি অ্যাকোয়াব্রিডস্ লিমিটেডের উত্তরবঙ্গ অঞ্চলের জেনারেল ম্যানেজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি ফিডস্ এর স্থানীয় পরিবেশক এইচ কে এন্ড সন্স-এর ম্যানেজার খালিদ হাসান এবং চলনবিল চিকস্ এন্ড ফিড-এর কর্ণধার লিয়াকত হোসেন লেবু।
সেমিনারে বক্তারা চলনবিল অঞ্চলে মাছ চাষের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা ও কোয়ালিটি ব্র্যান্ডের উন্নত ফিড ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় খামারীরা সরাসরি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান এবং বিভিন্ন সমস্যার সমাধান ও দিকনির্দেশনা গ্রহণ করেন। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য পাবলিক লাইব্রেরি, তাড়াশ এবং কোয়ালিটি অ্যাকোয়াব্রিডস্ লিমিটেড-কে খামারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। এই সেমিনার চলনবিল অঞ্চলের মৎস্য খাতকে আরো সমৃদ্ধ করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com